মহম্মদপুর উপজেলার তথ্য বাতায়নে সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সেবা প্রদানের জন্য তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্য প্রাপ্তির লক্ষে উপজেলা তথ্য বাতায়নে বিভিন্ন তথ্যের সন্নিবেশ করা হচ্ছে।এতে করে তথ্যের অবাধ প্রবাহ এবং প্রাপ্তি সহজলভ্য হবে।
রাজা সীতারামের রাজধানী মহম্মদপুর উপজেলার অধিকাংশ জনগন কৃষি কার্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। উপজেলা সদরসহ অধিকাংশ উপজেলা পাশ দিয়ে বয়ে গেছে মধুমতি নদী। কৃষি নির্ভর মধুমতির তীরের এই জনপদের জনগনের উন্নয়নে তথ্য বাতায়নে ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। এই তথ্য বাতায়নের মাধ্যমে সেবা জনগনের দোরগোড়ায় পৌছাবে এবং উপজেলার উন্নয়ন হবে বলে আমি আশাবাদী। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ এর ফলে উপজেলার উত্তোরত্তর উন্নতি ও সমৃদ্ধি ঘটবে এই প্রত্যাশা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS