Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নদের চাঁদের ঘাট
স্থান

উপজেলা: মহম্মদপুর

জেলা: মাগুরা

(মহম্মরপুর উপজেলা পরিষদের নিকটে)

কিভাবে যাওয়া যায়

মাগুরা সদর উপজেলা থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মধুমতী নদীর তীরে

যানবাহন: সড়ক পথ (পাকা রাস্তা), মাগুরা / ফরিদপুর/নড়াইল জেলা থেকে লোকাল বাস/ মটরযান চালিত বাহন। .

বিস্তারিত

মাগুরার মহম্মদপুর উপজেলার পূর্বপাশ দিয়ে প্রবাহিত হয়েছে মধুমতি নদী। এই নদীর একটি ঘাটের নাম নদের চাঁদ ঘাট। নদের চাঁদ একজন মানুষের নাম। নদের চাঁদ কামরুপ-কামাক্ষা থেকে যাদু বিদ্যা শিখে  এসে মানুষ থেকে কুমিরে পরিণত হয়েছিলেন। পরে স্ত্রীর ভুলের কারণে আর মানুষ হতে পারেননি। মানুষ থেকে কুমির হওয়ার এই কিংবদন্তি কাহিনী আজও এ এলাকার মানুষের মুখে মুখে ভাসে। নদের চাঁদের এই কাহিনী নিয়ে তৈরি হয়েছে যাত্রা, নাটক এমনকি সিনেমাও। তার নামে রয়েছে পুরো একটি মৌজা, গ্রাম, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান।