Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

আপনাদের নানা প্রশ্ন

এক নজরে মহম্মদপুর উপজেলা

 

 

► উপজেলার আয়তন : ২৩৪.২৯ বর্গ কিঃ মিঃ।

► লোক সংখ্যা : ১৮৮৭৬০ জন ( ২০০১ সনের আদম শুমারী মতে )

► ঘনত্ব : ৮২৩ জন ( প্রতি বর্গ কিলোমিটারে )

► নির্বাচনী এলাকা : ৯২ মাগুরা-২

► ইউনিয়নের সংখ্যা : ৮ টি

► মৌজার সংখ্যা : ১৩১ টি

► সরকারী হাসপাতাল : ১ টি

► স্বাস্থ্য কেন্দ্র / ক্লিনিক : ৩ টি

► পোষ্ট অফিস : ১৩ টি

► নদ-নদী : ২ টি ( মধুমতি, নবগঙ্গা )

► হাট-বাজার : ৩৪ টি

► ব্যাংক : ৮ টি ( সোনালী ব্যাংক-১টি, জনতা ব্যাংক-৩টি, কৃষি ব্যাংক-৪টি )

 

 

উপজেলা পটভূমিঃ

মহম্মদপুর উপজেলার নাম করণের বিষয়ে সুনিদ্দিষ্ট তথ্য নেই। তবে মোঘল আমলে অত্র অঞ্চলের জমিদার ছিলেন রাজা সীতারাম রায়( জন্ম ১৬৫৮ খ্রিঃ) তিনি এক পর্যায়ে নিজেকে স্বাধীন রাজা হিসেবে ঘোষনা করেন এবং মোঘল বাদশা আওরঙ্গজেবের সময় রাজস্ব প্রদান বন্ধ করে দেন। স্থানীয় মুসলিম ফকির মাহমুদের নামানুসারে তার রাজধানীর পুরাতন নাম বাগজান এর স্থলে মহম্মদপুর নামকরণ করেন।

 

সীমানা

মহম্মদপুর উপজেলার উত্তর ও উত্তর পশ্চিমে ফরিদপুর জেলার মধুখালী উপজেলা, পূর্ব দক্ষিণে ফরিদপুর জেলার বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা, দক্ষিনে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা, পশ্চিম দক্ষিণে মাগুরা জেলার শালিখা উপজেলা এবং পশ্চিম ও পশ্চিমে মাগুরা সদর উপজেলা।

 

 

উল্লেখযোগ্য স্থান/ স্থাপনা

* রাজা সীতারাম রায়ের কাচারী বাড়ি

* নীল কুঠি বাড়ি ( বাবুখালী )

 

রাজা সীতারাম রায়ের রাজধানীর পুরাকীর্তি

১. মহম্মদপুর দূর্গ

২. রাজ প্রাসাদ (ভগ্নাংশ)

৩. বিলাস গৃহ (অস্তিত্ব নেই)

৪. কোষাগার(অস্তিত্ব নেই)

৫. মালখানা (অস্তিত্ব নেই)

৬. তোষা খানা(অস্তিত্ব নেই)

৭. নহবত খানা(অস্তিত্ব নেই)

৮. গোলাঘর (অস্তিত্ব নেই)

৯. কারাগার (অস্তিত্ব নেই)

১০. দশ ভূজা মন্দির ( আছে)

১১. লক্ষী নারায়ণ মন্দির (আছে)

১২. জোড়া বাংলা কৃষ্ণ মন্দির ( আছে )

১৩. শিব মন্দির ((অস্তিত্ব নেই)

১৪. দোল মঞ্চ (অস্তিত্ব নেই)

১৫. পঞ্চরত্ন মন্দির (অস্তিত্ব নেই)

 

জলাশয়

১. রামসাগর।

২. কৃষ্ণসাগর।

৩. সুখ সাগর।

৪. পদ্ম পুকুর।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)